পীরগাছায় ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় জরিমানা

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় একাধিক তেলের পাম্পে অভিযান চালিয়ে দুইটিতে তেল কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি প্রকাশ হলে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলায় বিভিন্ন ইঞ্জিন চালিত যানবাহনের মালিক ও চালকসহ সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার সন্ধ্যায় ৫টি তেলের পাম্পে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস। এসময় তেল মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় চৌধুরাণী ফিলিং স্টেশন মালিকের ১০ হাজার টাকা ও সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশনের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরাণী ফিলিং স্টেশন সর্বোচ্চ তেল পরিমাপে কম দিয়ে আসছে। তারা এক হাজার লিটারে কমপক্ষে ২০ লিটার তেল কম দিয়ে থাকেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে।’

পুরোনো সংবাদ

রংপুর 6403478291396718766

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item