পাগলাপীর স্কুল ও কলেজের ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজের ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৯।
 বৃহস্পতিবার রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়ক ও পল্লী বিদ্যুৎ সদর দপ্তর সংলগ্ন ঐতিহ্যবাহী আমবাগান খেলার  মাঠে  দিন ব্যাপী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থি ছিলেন, জাতীয় পার্টির হরিদেবপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজল ইসলাম জর্দ্দা। পাগলাপীর স্কুল ও কলেজের শরীর চর্চা বিষয়ক শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম চাঁন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রীতি ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথী ছিলেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য কাজল মিয়া, নওশাদ আলী মেম্বার, রোকুনুজ্জামান আকবর, মিজানুর রহমান মুকুল, সাবেক সদস্য নুরুজ্জামান লাজু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর সদর উপজেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক পরিমল চন্দ্র সরকার, যুগ্ন আহ্বায়ক আবু সাইদ বাবু, বিশিষ্ট্য রাজনীতিবিদ সমাজসেবক সৈয়দ আব্দুর রাসেল, ব্যবসায়ী রাকিবুল ইসলাম। উক্ত প্রীতি ফুটবল টুর্ণামেন্টে স্বাগতিক পাগলাপীর স্কুল ও কলেজ এর কলেজ শাখা ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইফিকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথীর বক্তব্যে মোঃ মফিজল ইসলাম জর্দ্দা দুঃখ প্রকাশ করে বলেন, পাগলাপীরে একটি খেলার মাঠ নেই। অথচ এখানে পাগলাপীর বন্দর সংলগ্ন ৬,৭ ও ৮ তিনটি ওয়ার্ডে অগণিত উদয়মান প্রতিভাবান ফুটবল-ক্রিকেট খেলোয়ার আছে। মাঠের অভাবে অনুশীলন না থাকার কারণে জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পূর্বে এইসব প্রতিভাবান খেলোয়াররা নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে বিপদগামী ও পথভ্রষ্ট হয়ে পরছেন। তাই আগামী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, এইসব প্রতিভাবান খেলোয়ারদের কথা স্মরণ করে একটি খেলার মাঠের ব্যবস্থা করবো বলে প্রতিশ্রুতি দেন এবং সকলের কাছে দোয়া আর্শিবাদ ও ভোট চান তিনি। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7994326595209796099

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item