পঞ্চগড়ে আয়কর মেলার উদ্বোধন

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ 
পঞ্চগড় কর অঞ্চল সার্কেল-২০ এর উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রেলপথ মন্ত্রী এ্যাড: নুরুল ইসলাম সুজন  প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন। জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে পঞ্চগড় সার্কেল -২০ ও দেবীগঞ্জ সার্কেল-২১  এর লক্ষ মাত্রা ৩৮ কোটি ৪০ লক্ষ টাকা,  আয়কর মেলায় আয়কর বিষয়ক পরামর্শ কেন্দ্র এবং আয়কর জমা দেওয়ার জন্য অস্থায়ী ৪ টি বুথ থাকবে। মেলা চলবে ১৯ নভেম্বর  বিকাল ৫ টা পর্যন্ত।
কর কমিশনার কর অঞ্চল রংপুর আবদুল লতিফ এর সভাপতিত্বে  সরকারী অডিটোরিয়াম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা  আ,লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ,চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল হান্নান শেখ  উপস্থিত ছিলেন। এ সময়ে সহকারী কর কমিশনার আফরোজা বেগম, আয়কর সম্পর্কে জনগণের সচেতনতার মাধ্যমে করদাতার সংখ্যা  বৃদ্ধি করে দেশের রাজস্ব আদায়ের গতিশীল  করার কথা বলেন। আয়কর মেলায় পঞ্চগড়ের সকল স্থরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত এবং তাদের মধ্যে আয়কর পরিশোধ করতে বেশ উৎসাহিত মনোভাব দেখা যায়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 9171484612821188603

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item