জলঢাকায় শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
"গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ"
এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শিশু নির্যাতন, বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে
শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা প্রকল্পের আয়োজনে উপজেলা শিশুকল্যাণ বোর্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিশুকল্যাণ বোর্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবি রানী রায়, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম, আমিনুর রহমান মাষ্টার প্রমুখ। এসময় সভাপতি বলেন, ঝুকিপূর্ন কাজে নিয়োজিত শিশুদের ঝুঁকিমুক্ত করে তাদের অধিকার আদায় এবং মাদকমুক্ত ও বাল্যবিয়ে রোধসহ শিশু সুরক্ষায় উপজেলা প্রশাসন সবসময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন কর আসছে। এছাড়াও তিনি বাল্যবিয়ে রোধে
বোর্ডের সদস্যদের ভুমিকার প্রশংসা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7788011066469093477

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item