ডোমার উপজেলার বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সঞ্চয়ের পিকনিক

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার ঃ নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার বছরব্যাপী সঞ্চয় করা টাকা দিয়ে পিকনিক করেছে সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ।এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ।
দেখা গেছে,উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে অবস্থিত বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । ২০১১ সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন তানিয়া পারভীন ।
যোগদান করে বছরের শুরু থেকেই পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে ক্লাস ক্যাপটেন ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার প্রত্যেক শিক্ষার্থী ৫/- টাকা করে সঞ্চয় করেন । খাতায় হিসাব রাখেন তারাই । টাকাও রাখেন স্বচ্ছ জারে। বছর শেষে সেই টাকা দিয়েই পিকনিক করেন। এ পিকনিকে অংশ গ্রহন করেন পঞ্চম শ্রেণির সকল শিক্ষাথী , বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ।
২০১৬ সালে বিদ্যালয়টি “ উল্লেখযোগ্য হারে ঝড়ে পড়া রোধ করতে সক্ষম হয়েছে এমন বিদ্যালয়” হিসাবে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। ২০১৭ সালে ১ জন ছাত্র শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০১৬  সালে আশফাক  সারোয়ার সিদ্দিকী কাপ শিক্ষক হিসাবে জেলায় প্রথম হন । ২০১১ সাল থেকে পাশের হার ১০০% ।
এ বিদ্যালয়ের শিক্ষকরা হলেন, , জাহেদুল ইসলাম, আশফাক  সারোয়ার সিদ্দিকী, আসাদুজ্জামান রিপন, শাহানাজ পারভীন, ফেরদৌসি পারভীন এবং সাবিনা আখতার।
চলতি বছর পঞ্চম শ্রেনীতে সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ৩৬ জন। বিদ্যালয়ে মোট বিশেষ মর্যাদাসম্পন্ন শিক্ষার্থী ৬ জন ।
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন জানান, এ ভাবে সঞ্চয়ের অর্থে পিকনিক করায় শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব , সমাজের প্রতিটি ভালো কাজে অংশ গ্রহন, নেতৃত্ব গঠন, আনন্দময় পরিবেশে গড়ে উঠে তারা। প্রাথমিক স্থর অতিক্রম  করছে এ আনন্দও তারা উপভোগ করে ।
বিদ্যালয়ের সভাপতি রুহুল আমীন জানান,এ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক যেমন রয়েছে ,তেমনি ম্যানেজিং কমিটির সাথে রয়েছে সমন্বয়। অভিভাবকসহ  আমরা এখানকার সব পরিবেশে খুশি ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6465781888816716426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item