জলঢাকায় লেডিস ক্লাব ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় লেডিস ক্লাবের ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে লেডিস ক্লাবের আয়োজন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম। সভাপতিত্ব করেন লেডিস ক্লাবের সভাপতি জাহানারা জেবিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, এমপি পুত্র ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান, লেডিস ক্লাবের সহ-সভাপতি নাফিসা তাসনিম মিতু, উপজেলা মহিলা আ'লীগের আহবায়ক আফরোজা রোজি, প্রধান শিক্ষক রেহেনা পারভিন ও বেলি আজাদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেডিস ক্লাবের সেক্রেটারি সেলিমা বেগম। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার গ্রামীন নারীদের উন্নয়নে বিশেষ বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে। প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করাসহ স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করে তৃনমূল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। এছাড়াও তিনি লেডিস ক্লাবের মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত করতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সভা শেষে প্রধান অতিথি লেডিস ক্লাবের ভবন নির্মান কাজের উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5732132613281483414

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item