পার্বতীপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে চলতি অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) আওতায় ৫৬টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
শনিবার দুপুরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের এই কাজে ৩ হাজার ২জন নারী-পুরুষ অংশ নিচ্ছে। প্রকল্পের মধ্যে রয়েছে ৩৬টি গ্রামীণ কাঁচা রাস্তা সংষ্কার, ৩টি পুকুর খনন, ১৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা মাঠ ও কবরস্থানে মাটি ভরাট। প্রকল্পের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৯৫৪ টাকা। এর মধ্যে শ্রমিকের মুজুরি বাবদ ২ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকা ব্যয় করা হবে। চলতি সালের ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে আগামী ২০২০ সালের ১২ জুন পর্যন্ত । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম প্রকল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন।  পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকল্পের কাজ পুরোদমে চলছে এবং এই প্রকল্পের কাজ সুষ্ঠ ভাবে তদারকির জন্য উপজেলার ১০ ইউনিয়নে ১০ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই প্রকল্প চালুর ফলে উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6177086040231215381

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item