প্রতিমা বিসর্জনে নীলফামারীতে দুর্গোৎসবের সমাপ্তি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ পূজা-অর্চনা, অঞ্জলি, দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্যদিয়ে নীলফামারীতে সমাপ্তি হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।  মঙ্গলবার(৮ অক্টোবর)  বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন নদী- জলাশয় ও পুকুরে বিসর্জন অনুষ্ঠিত হয়। জেলার ছয় উপজেলা ও চারটি পৌর এলাকায় এবার ৮৮০টি মন্ডবে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হয়।
জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায় জানান বিসর্জনের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি পূজা কমিটির নিজস্ব ভলান্টিয়াররাও দায়িত্ব পালন করেছেন।
বিসর্জনের আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে মন্দিরে আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। এরপর বিভিন্ন পূজা মন্ডপ থেকে ট্রাকযোগে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। এ শোভাযাত্রাগুলোয় যোগ দেন মন্দিরগুলোর পুণ্যার্থীরা।
নীলফামারী পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন পিপিএম জানান নীলফামারীর মন্ডপগুলোতে সুষ্ঠু শৃঙ্খলভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। #

পুরোনো সংবাদ

নীলফামারী 5356874657803084778

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item