পঞ্চগড়ে ৫৬ বিজিবি অভিযানে ৫৯৯ ভারতীয় ফেন্সিডিল জব্দ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারী ৫৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়নপুর গ্রামের ধুনিয়াপাড়ার শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৫/১৬-এস হতে ৫০ গজ অভিযান পরিচালনা করে ৫৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শিংরোড বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়ারেছ সরকার নেতৃত্বে একটি দল টহলের সময় একটি বস্তায় ৫৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ফেন্সিডিল ব্যবসায়ী সাইদুর রহমান(৩২) পালিয়ে যায়। ফেন্সিডিল ব্যবসায়ী সাইদুর রহমান উক্ত গ্রামের জয়নাল আবেদীন ওরফে শুকরু মিয়ার ছেলের। এঘটনায় পঞ্চগড় সদর থানায় পলাতক আসামী হিসেবে মামলা দায়ের করা হয়।
৫৬ বিজিবি নীলফামারীর পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘সুরক্ষিত সীমান্ত ও মাদক মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক সার্বক্ষনিক সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। #

পুরোনো সংবাদ

পঞ্চগড় 9186668876422426512

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item