পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দূর্ঘটনার আশঙ্কা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়

পঞ্চগড়ে নর্থ বেঙ্গল চা কারখানার ব্যবস্থাপনায় সদর উপজেলার হেলিবোর্ড এলাকায়  সাকুরুন নেছা একাডেমী কমপ্লেস  শিক্ষা প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর ।


নর্থ বেঙ্গল চা কারখানার অর্থায়নে নিজেস্ব জমিতে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়।  দীর্ঘ দিন আগে ৩ তলা ভবনের  কাজ শেষ করে বন্ধ হয়ে যায় নির্মাণ  কাজ। কয়েক বছরেও বারান্দার রেলিং  এর কাজ শুরুই হয়নি। তবে বাঁশ দিয়েই রেলিং এর কাজ চলছে প্রতিষ্ঠানটির। এতে সন্তাদের   মাদ্রাসায় পাঠিয়ে দুশচিন্তায় থাকে অভিভাবকরা। কখন কি দূর্ঘটনা ঘটে ।
শঙ্কার মধ্যে  ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম।


সুত্রমতে জানা যায়,আবাসিক অনাবাসিক ছাত্র সংখ্যা  ৮৭ জন ,শিক্ষক রয়েছেন ৫ জন । নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন ছাত্র জানায় কয়েক বছর ধরে আমাদের খুবই সতর্কতায় থাকতে হয় ।তারপরও ভয় লাগে কখন কি হয়।আতঙ্কের মধ্যে ক্লাস ও থাকা চলা করছি আমরা।

শিক্ষার্থীসহ শিক্ষকরা চরম ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানানো হয়েছে বলে জানান অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক  লুৎফর কবির ।

এদিকে  নর্থ বেঙ্গল চা কারখানার ম্যানেজার আব্দুর রাজ্জাক এর মুঠোফোন বন্ধ থাকায় মাদ্রাসা সম্পর্কে জানা হয়নি কোন কিছু।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4348375683293477663

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item