আজ পারিনি কাল পারব': শাহরুখ খান

রাকিবুল ইসলাম রাফি: বিনোদন প্রতিবেদক 



আর কয়েক সেকেন্ড বাকি তখন চাঁদের মাটি ছোঁয়ার। সবকিছুই পরিকল্পনা মাফিকই চলছিল। নিমেষে সমস্ত স্বপ্ন খানখান। অবতরণের কয়েক সেকেন্ড আগে চন্দ্রযান ২-এর (Chandrayaan 2) ল্যান্ডার মডিউল বিক্রমের (Vikram) সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন পৃথিবীর। মাথায় হাত ইসরোর। হতাশায় চোখে জল বিজ্ঞানীদের। ইতিহাস তৈরির আগের মুহূর্ত হাতছাড়া ভারতের। শুক্রবারের রাত উত্তেজনায় বিনিদ্রই কেটেছে সমস্ত বিজ্ঞানীর এবং ইসরোর  সঙ্গে যুক্ত সমস্ত সদস্যদের। শনিবার ভোরের আলো ম্লান তাঁদের কাছে। যদিও তাঁদের এই প্রচেষ্টাকে কোনও দেশবাসী ছোট করে দেখেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং দেখা করে স্বান্তনা দেন প্রধান বিজ্ঞানী ডা. কে সিভানকে। এবার ইসরোর পাশে এসে দাঁড়ল বলিউড। শাহরুখ খান, অক্ষয় কুমার তাপসী পান্নুর মতো তারকা অভিনেতারা ট্যুইট করে শুভেচ্ছা বার্তা পাঠালেন সংস্থার সমস্ত বিজ্ঞানীদের উদ্দেশ্যে। শাহরুখ খান  টুইটে লেখেন, "সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। এটাও তেমনই। আমরা আজ পারিনি। কাল পারব। আপনারা আমাদের গর্ব।" 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8505150611941418258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item