হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার হরিপুর উপজেলা পরিষদের নব-নির্মিত অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আদিবাসী নেতা শনিরাম হেমরম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহ: সাদেক কুরাইশী, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হরিপুর উপজেলার পাশাপাশি দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ৬২৬ কিঃ মিঃ নির্মিত লাইন, ১টি উপকেন্দ্র, উপকেন্দ্রের মোট ক্ষমতা ১০ এমভিএ, মোট সংযোগ ৩১ হাজার ৭২৩,
মোট ১১৪ টি গ্রামের শতভাগ বিদ্যুতায়নে মোট অর্থ ব্যয় হয় ৮২ কোটি টাকা।  

পুরোনো সংবাদ

নির্বাচিত 6220030768103596480

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item