ডিমলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

ডিমলা, নীলফামারী, প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১-সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: গুলশান আরা বেগম, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পরেই বেলুন উড়িয়ে প্রথম দিনের খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।

টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকের যুব সমাজেই আগামী দিনের উজ্জ্বল ভবিষৎ।
তাই আগামীতে তাদের কাছে আমাদের প্রত্যাশা যেন এই দেশটাকে গড়বার জন্য সু-শিক্ষার পাশাপাশি ক্রীড়ার নৈপুন্য দেখিয়ে নিজের সমাজে সচেতন হয়ে জঙ্গি সন্ত্রাস মাদক সব কিছুর উর্দ্ধে ওঠে জীবনকে গড়বে, আগামী দিনের বাংলাদেশকে বিশ্ব সভ্যতায় উচ্চ শিখরে পৌঁছে দিবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, আজকের এই ক্রীড়া অনুষ্টানের মধ্যে দিয়ে জাতির পিতাকে যেমনভাবে  আমরা স্বরণ রাখতে চাই, ঠিক তেমনি আমাদের সকলের জীবনকে সৌন্দর্য্য মন্ডিত করে গড়ে তুলতে চাই ক্রিড়ার মাধ্যমে।

উল্লেখ্য, উদ্বোধনী দিনে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ বনাম-বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রতিদন্দিতায় ০-১ গোলে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ জয়লাভ করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4647723098567233326

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item