সৈয়দপুরে ভিমরুলের কামড়ে শিশুসহ আহত - ৫

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ভিমরুলের কামড়ে আলাদা আলাদা স্থানে  শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা শয্যা বিশিষ্ট হাসপাতালে  ভর্তি করা হয়। গত বুধবার বিকেলের এ ঘটনায় আহতরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন,  সৈযদপুর শহরের মুন্সিপাড়ার মো. মোজাহেদুল ইসলামের  ছেলে মো. মনোয়ার  হোসেন (১৮) ও  মো. হাসিনুর রহমানের  মেয়ে বাবলী আকতার (৮), কামারপুকুর এলাকার মৃত শুকুর আলীর  ছেলে মন্টু মিয়া (৮০), বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর মৃত. বাছান উদ্দিনের ছেলে মো. ইয়াকুব আলী (৫০) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরের নবিয়াল হোসেনের পুত্র রানা হোসেন (২০)।
  জানা গেছে, ঘটনার দিন গত বুধবার কিছু সময়ে ব্যবধানে উল্লিখিতদের তাদের  নিজ নিজ বাড়ি এলাকায় ভিমরুল কামড় দেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনহাজ উদ্দিন রাজিব  ভিমরুলের কামড়ে ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8026013115933234136

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item