জলঢাকায় বঙ্গমাতা বেগম ফজিলেতুন্নেছা বেগমের জন্মদিন উপলক্ষে উঠান বৈঠক

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মহীয়সী গরবিনী বঙ্গমাতা বেগম ফজিলেতুন্নেছা মুজিবের ৮৯ জন্মবার্ষিকী পালনের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তথ্য কেন্দ্রের আয়োজনে জলঢাকা মহিলা মহাবিদ্যালয়ের হলরুমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, বাংলাদেশ বেতারের সাংবাদিক মর্তুজা ইসলাম, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যআপা মাসুদা আকতার, সহকারি তথ্যআপা জিন্নাত আরা বিপাশা ও রেজিনা প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন বঙ্গমাতা হলেন সেই নারী, যিনি বাঙালীর মুক্তির জন্য স্বামীকে উৎসর্গ করেছেন। অবিচল আস্থা রেখেছেন স্বামীর আদর্শের প্রতি। দেশের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও তিনি ডেঙ্গু প্রতিরোধে ঢাকা থেকে আগত আত্বীয়স্বজনকে ৭ দিন মশারি টেনে দিনে ও রাতে শোবার কথা বলেন। বাড়ীর আশপাশ পরিষ্কার পরিছন্ন করে এডিস মশার বৃদ্ধি করতে রোধ করার আহবান জানান। পরে সেখানে বঙ্গমাতার জীবনী সম্পর্কে  চলচ্চিত্র প্রদর্শণ কর হয়। বৈঠকে ৫০ জন নারী অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8657482458385135978

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item