সৈয়দপুরে মাদকসেবীর এক বছরের কারাদন্ড

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবনের দায়ে যুবকের এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার গত শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ওই কারাদন্ডাদেশ দেন।
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের বাঁশবাড়ি হানিফ মোড় এলাকার মো. আজিজার রহমানের ছেলে রবিউল ইসলাম খোকন (৩৩)। এক সময় সে বন্ধু-বান্ধবদের পাল্লায় পড়ে সঙ্গদোষে গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ে।  বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে মাদকের করাল গ্রাস থেকে ফেরাতে অনেক চেষ্টা তদবির করেন। কিন্তু কোনভাবেই তাকে ওই মাদকের ছোবল সরাতে পারছিলেন না। এ অবস্থায় ঘটনার দিন গত শুক্রবার সে নিজ বাড়িতে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিল খোকন। আর  বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রবিউল ইসলাম খোকনকে গাঁজা সেবন অবস্থায় নাতেনাতে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।  ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারকের কাছে মাদকসেবী খোকন গাঁজা সেবনের কথা স্বীকার  করেন। পরে খোকনকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত কওে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম খোকনকে গতকাল শনিবার নীলফামারী কারাগারে আদালতে পাঠানো হয়েছে।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা গাঁজাসেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক যুবককে এক বছরের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 594436725221644695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item