রংপুরে জ্বালানী তেল বহনকারী ট্যাংকলরী টার্মিনালের দাবিতে মানববন্ধন

রংপুর ব্যুরো অফিস - রংপুরে জ্বালানীতেল (দাহ্য-পদার্থ) বহনকারী ট্যাংকলরী টার্মিনাল করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে মানববন্ধন করেন সকল শ্রমিক নেতৃবৃন্দ। গতাকাল রবিবার সকালে রংপুর আলমনগর স্টেশন বাবু পাড়ায় রংপুর বিভাগীয় দাহ্য-পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রংপুর স্টেশন এলাকায় জ্বালানী তেল (দাহ পদার্থ) বহনকারী ট্যাংকলরী টার্মিনালের দাবিতে মনববন্ধনে বক্তব্য রাখেন  রংপুর বিভাগীয় দাহ-পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক হোসেন মংলা, সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু, সড়ক সম্পাদক নাসিন মিয়া। বক্তারা বলেন, রংপুরে রেলাওয়ের জায়গায় পদ্যা, মেঘনা ও যমুনা ৩ টি প্রেট্রোলিয়ার অয়েল ডিপো রয়েছে। প্রতিদিন এই ডিপোতে প্রেট্রোল/ডিজেল জ¦ালানী তেল (দাহ-পদার্থ) বহনকারী ট্যাংকলরী প্রায় ১০০ গাড়ি যাতায়াত করে। কিন্তু এই ট্যাংকলরী গাড়ি রাখার কোন নিদৃষ্ট জায়গা নেই। রেলওয়ের জায়গা থাকলেও তা ব্যাবহার করতে দেয় না।  পদ্যা, মেঘনা ও যমুনা ৩ টি প্রেট্রোলিয়ার অয়েল ডিপোর প্রধান সড়কে টেক্সটাইল কলেজ ও একটি সরকারি খাদ্য গুদাম রয়েছে। গাড়ি যাতায়াতের কারনে কালেজ ছাত্র ও খাদ্য গুদামের লোকেদের সাথে প্রায় প্রায় এখানে গন্ডোগল ও দুর্ঘটনা ঘটে। তাই সকল শ্রমিকরা স্টেশন এলাকায় জ্বালানী তেল (দাহ পদার্থ) বহনকারী ট্যাংকলরীর টার্মিনালের জন্য বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন। 


পুরোনো সংবাদ

রংপুর 1174871784421076083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item