রংপুরে নিরাপদ প্রানিজ আমিষ উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

রংপুর ব্যুরো অফিস - রংপুর জেলা প্রানি সম্পদ দপ্তরের আয়োজনে ও কনজুমারস এসোসিয়েশর আব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগীতায় নিরাপদ প্রানিজ আমিষ উৎপাদন বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। গতাকাল রবিবার সকালে রংপুর জেলা প্রানি সম্পদ হলরুমে সভায় ৪০ টি ভেটিরিনারি ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ, গরু ও মুরগির খামারী প্রতিনিধি, ক্যাব ও কনজুমারস কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। রংপুর জেলা প্রানি সম্পদ অফিসার শাহ জালাল খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রানি সম্পদ দপ্তরের রংপুর বিভাগীয়  উপ-পরিচালক হাবিবুর রহমান। তিনি বলেন, ক্যাব এর সহায়তায় আজকে জেলা প্রাণিসম্পদ দপ্তর যে বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে অনেক গরু ও মুরগির খামার তৈরী হয়েছে এবং আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। এখন আমাদের দরকার নিরাপদ খাদ্য। নিরাপদ প্রানিজ আমিষ উৎপাদনের লক্ষে সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রসাশন কর্তৃক বিভিন্ন্ কোম্পানির ২৭টি কম্বাইন্ড ভেটিরিনারি ঔষধ বাতিল করেছেন। বাতিলকৃত ঔষধ যেন বাজারে না থাকে। যদি ঐ সব ঔষধ বাজারে পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষ ঐ কোম্পানির বিরুদ্ধে এবং বিক্রেতারে বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ নরুল আমীন, রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. সরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেন, ক্যাবের ফিল্ড কো অডিনেটর ইকবাল হোসেন, রংপুর জেলা ক্যাব কমিটির সাধারণ সম্পাদক আহসান উল হক তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

রংপুর 5541400426146686352

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item