আগস্ট মাসের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী,৩১ আগস্ট॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে এবং ১৫ ও ২১ শে আগষ্টের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ শনিবার(৩১ আগস্ট) দুপুরের জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পূস্পামাল্য আর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আল-মাসুদ আলাল, জেলা যুবলীগ সভাপতি রমেন্দ্র বর্দ্ধন বাপী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগ সভাপতি শান্তনা চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও সদও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী প্রমূখ। #


পুরোনো সংবাদ

নীলফামারী 4445387151380363801

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item