সুন্দরগঞ্জে বিনাধান-১৯ কর্তন ও মাঠ দিবস

মোঃ নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
 সুন্দরগঞ্জে চলতি আউশ মৌসুমে বিনা কর্তৃক উদ্ভাবীত স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল ও খরা সহিষ্ণু আউশ ধানের জাত বিনা ধান-১৯ কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস ও বিনা সাব স্টেশন রংপুরের আয়োজনে উচ্চ ফলনশীল বিনা ধান-১৯ এর প্রচার এবং সম্প্রসারণের লক্ষে গতকাল উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের কৃষক রফিকুল ইসলামের উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজা-ই-মাহমুদ’র সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এস এম ফেরদৌস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শওকত ওসমান, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, রংপুর পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট বিনা রংপুরের ভারপ্রাপ্ত ও উধ্বর্তন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিলুর রহমান, মাহমুদুল হক, শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এ,কে,এম ফরিদুল হক, পিপিআই সাদেক হোসেন প্রমূখ। এর আগে ক্ষেতে গিয়ে ধান কর্তন করেন অতিথিবৃন্দ। জানা গেছে, বিঘা প্রতি বিনা ধান (শুকনো) ফলন সাড়ে ১৩ মণ।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 5349398471492023347

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item