সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শেষ হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্ণামেন্টের শেষ  দিনে আজ(বুধবার) বিকেলে  স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বালক ও বালিকা গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 বালক গ্রুপের খেলায় উপজেলার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪- ৩ গোলে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।  এতে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার্স-আপ হয়। আর বালিকা গ্রুপের খেলায় পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারায়। ফলে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক দল চ্যাম্পিয়ন এবং তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল আনার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। দুইটি ফাইনাল খেলায় পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. আখেরুজ্জামান আপেল।
এছাড়াও টুর্ণামেন্টে বালক গ্রুপে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. নয়ন ইসলামশ্রেষ্ঠ খেলোয়াড়  এবং একই প্রতিষ্ঠানের দিলশানশ্রেষ্ঠ গোলদাতা হয়েছে । 
 অন্যদিকে ,টুর্ণামেন্টে বালিকা গ্রুপে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোর্শেদা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কথা রাণী শ্রেষ্ঠ গোলাদাতা নির্বাচিত হয়েছে।
 খেলা শেষে টুর্ণামেন্টের সমাপণী ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী  আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো, শাহ্জাহান মন্ডল।
  টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে  সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, সহকারি  উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, রুহুল আমিন প্রধান ,মোছা. মুসারাত জাহান, আমন্ত্রিত অতিথি, জনপ্রতিনিধি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।                    

পুরোনো সংবাদ

নীলফামারী 8042006351826846781

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item