সৈয়দপুরে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেবাদানকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহাখালীস্থ কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজন করে।আজ (শনিবার) সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. তানভীর আহম্মেদ চৌধুরী।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন।
 উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ সচিবালয় ঢাকার সিভিল সার্জন  ডা. ফারুক আহম্মেদ রিসোর্স পারসন হিসেবে ছিলেন। 
প্রশিক্ষণে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের  আবাসিক মেডিকাল অফিসার (আরএমও) ডা. আরিফুল হক সোহেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের ১৩৫ জন সেবাদানকারী ও সুপারভাইজার তিন গ্রুপে অংশ গ্রহণ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4517345591120567700

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item