ভোটার তালিকা প্রণয়নে যেন ভুল না হয় --নির্বাচন কমিশনার- বেগম কবিতা খানম

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ভোটার তালিকা প্রণয়নে যাতে কোন প্রকার ভুল না হয়। অতীতের মত ভুল করে জনগণকে যেন হয়রানি করা না হয়। নির্ভুলভাবে ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে জনগণের হয়রানির লাঘব ঘটাতে হবে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহতাব উদ্দিন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবির, জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, অতীতে প্রণীত ভোটার তালিকায় ভুলত্রুটি থাকায় জনসাধারণ অনেক হয়রানির স্বীকার হচ্ছেন। ভবিষ্যতে ভোটার তালিকা প্রণয়নে আর যেন কোন প্রকার ভুল না হয়। জনসাধারনকে আর যেন হয়রানি স্বীকার হতে না হয়। সেদিকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 9176419391571806605

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item