সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধীর মৃত্যু

তোফাজ্জল  হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শামসাদ নামের এক শ্রবন প্রতিবন্ধী এক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে  সৈয়দপুর-পাবর্তীপুর রেলপথের সৈয়দপুর শহরের মক্কা হোটেলের কাছে ওই দূর্ঘটনাটি ঘটেছে। নিহত বাকপ্রতিবন্ধী শামসাদ সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার মো. শেরআলী ছেলে।
জানা গেছে, খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটি উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃহস্পতিবার সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে সীমান্ত আপ ট্রেনটি সৈয়দপুর-পাবর্তীপুর রেলপথের সৈয়দপুর শহরের মক্কা হোটেলের সন্নিকটে পৌঁছে। আর এ সময় শহরের পুরাতন বাবুপাড়ার বাকপ্রতিবন্ধী মো. শামসাদ সৈয়দপুর শহরের উল্লিখিত স্থান  দিয়ে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথ পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল  প্রতিবেদন তৈরি করেন। পরে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 647762340035617797

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item