পার্বতীপুরে রেলওয়ে জংশনে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (১লা মে) বিকেলে রেলওয়ে জংশনের ৫ নম্বর প্লাটফর্মের দক্ষিণ মাথা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের এই অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, পার্বতীপুর রেলওয়ে জংশনের ৫ নম্বর প্লাটফর্মের দক্ষিণ মাথায় এক ব্যক্তির লাশ  পড়ে থাকতে দেখে রেলওয়ে থানা পুলিশের এস আই মোঃ মোখলেছার রহমান গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় না পাওয়া যাওয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে লাশটি দেখে ধারনা করা হচ্ছে মস্তিষ্ক রোগে আক্রান্ত কোনো ব্যক্তির লাশ এটি। উলঙ্গ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলার দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 903042075943819013

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item