কিশোরগঞ্জে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু
https://www.obolokon24.com/2019/05/rice_21.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । উপজেলা খাদ্য অফিসের আয়োজনে মঙ্গলবার বিকাল তিনটার দিকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়। উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় , খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত অভ্যান্তরিন গম ও বোরো ধান –চাল সংগ্রহ অভিযানের আওতায় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ৩৫০ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ৯৮৫ মেট্রিক টন চাল এবং ২৮ টাকা কেজি দরে ৪০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন সাংবাদিক প্রমুখ।