ডোমারে ধান-চাল ক্রয়ের উদ্বোধন
https://www.obolokon24.com/2019/05/rice_90.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ২ নং এলএসডি গোডাউনে ধান- চাল ক্রয়ের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ । আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে চলতি মৌসুমের ধান- চাল ক্রয়ের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ওসিএলএসডি আবু মোঃ তারিকুল ইসলাম , আওয়ামী ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুম আহমেদ, ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম রেজা , কৃষক রহিমা খাতুন ,হনুফা আক্তার, হরেন্দ্র নাথ রায় , ডিলার সফিয়ার রহমান,মশিয়ার রহমান প্রমুখ।
ওসিএলএসডি আবু মোঃ তারিকুল ইসলাম জানান,চলতি বছরে ডোমার উপজেলায় ৪১৩ মেট্রিক টন ধান,২৩৩৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে । আজ কৃষকদের নিকট হতে ১২ বস্তা (৪৮০ কেজি) ধান, মিলারদের নিকট হতে ৬০০ বস্তা (১৮ মেট্রিক টন) চাল ক্রয় করা হয় । ধান ২৬ টাকা কেজি দরে প্রতি মন ১০৪০ টাকা, চাল ৩৬ টাকা দরে প্রতি মেট্রিক টন ৩৬ হাজার টাকা দরে কেনা হচ্ছে ।
ওসিএলএসডি আবু মোঃ তারিকুল ইসলাম জানান,চলতি বছরে ডোমার উপজেলায় ৪১৩ মেট্রিক টন ধান,২৩৩৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে । আজ কৃষকদের নিকট হতে ১২ বস্তা (৪৮০ কেজি) ধান, মিলারদের নিকট হতে ৬০০ বস্তা (১৮ মেট্রিক টন) চাল ক্রয় করা হয় । ধান ২৬ টাকা কেজি দরে প্রতি মন ১০৪০ টাকা, চাল ৩৬ টাকা দরে প্রতি মেট্রিক টন ৩৬ হাজার টাকা দরে কেনা হচ্ছে ।