নীলফামারীতে কৃষকের বাড়িতে গিয়ে ধান সংগ্রহ অভিযান শুরু হলো

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥  চলতি বোরো মৌসুমে খাদ্য গুদামে সরকারীভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে নীলফামারীতে। রবিবার (১৯ মে) বেলা তিনটায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে কৃষক রুবিনা বেগমের বাড়িতে গিয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এ জেলার আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহের উদ্ধোধন করেন। এ সময় কৃষক রুবিনা বেগম এক মেট্রিক টন ধান বিক্রি করার সুযোগ পায়। জীবনে এই প্রথম সরকারী খাদ্য গুদামে এক মেট্রিক টন ধান বিক্রি করতে পেরে আনন্দে আত্নহারা হয়ে পড়ে কৃষক রুবিনা বেগম।
তিনি বলেন, মোর জীবনোত প্রথম সরকারের কাছোত ধান বেচানু। এর আগোত অনেক চেষ্টা করিয়াও সরকারের কাছোত ধান বিক্রি করির পাও নাই। অ্যাইজ সরকারের লোকজন মোর বাড়িত আসিয়া মোর কাছোত ধান কিনি নিয়াগেইল। মুই কোন দিন ভাবোনাই স্যারেরঘর মোর বাড়িত আসি মোর কাছোত ধান কিনেবে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার এই বার এক হাজার ৪০ টাকা মন ধরে কৃষকের কাছে সরাসরি ধান কিনছে এ জন্য তিনি শেখ হাসিনার মঙ্গল কামনায় সব সময় দোয়া করবেন বলে জানান।
তিনি আরো জানান, এবার দুই একর জমিতে বোরো আবাদ করেছে সে। চারা রোপন থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত প্রতি বিঘায় তার খরচ হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। প্রকৃতি অনুকুলে থাকায় দুই একর জমিতে অনেক ধান ফলেছে। ধান কাটাই মাড়াই শেষ করেছেন তিনি। কিন্তু উৎপাদন খরচের চেয়ে বাজারে ধানের দাম অনেক কম থাকায় বেশ উৎকন্ঠায় ছিলেন। আজ (রবিবার) রুবিনা বেগমের সেই উৎকণ্ঠার অবসনা ঘটে। সরকারের ধান ক্রয় কমিটির লোকজন বাড়িতে গিয়ে তার কাছ থেকে সরাসরি এক মেট্রিক টন ধান ক্রয় করায়।
নীলফামারীতে মন্দা চলছে ধানের বাজার। এবার বোরো মৌসুমে ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় চরম বিপাকে পড়েছেন নীলফামারীর কৃষকরা। 
জমি ও বীজ তৈরি থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত এক মণ ধানে খরচ পড়েছে অন্তত ৭৩০ টাকা। এখন বিক্রি করতে হচ্ছে ৪০০ টাকা মণ দরে। একজন কৃষি শ্রমিককে এক দিনের মজুরী ৫০০ টাকা পরিশোধে প্রয়োজন হচ্ছে ৫০ কেজি ধান।
ওই মন্দাভাব কাটাতে রবিবার বিকালে কৃষকের বাড়িতে গিয়ে ধান কিনে সরকারি ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, সরকার সরাসরি সাধারণ কৃষকের কাছ থেকে ধান কিনবে। প্রান্তিক কৃষক ছাড়া একটি ধানও কিনতে দেয়া হবে না। যাতে কৃষক ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারেন। এ ছাড়াও নারী কৃষকরা যাতে হয়রানী না হয় সেদিকে আমাদের কঠোর নজর দিতে হবে। তারা সহজে যাতে সরকারের এই ক্রয় অভিযানে তাদের উৎপাদিত ধান (পণ্য) বিক্রি করতে পারে সেটাও আমাদের ভাবতে হবে।
এ সময় উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান  সরকারী ভাবে এবার বোরো ধান ক্রয় অভিযানে নীলফামারীর ছয় উপজেলায় সরাসরি কৃষকেদের কাছ থেকে ধান ক্রয় করা হবে দুই হাজার ৬১২ মেট্রিক টন। এর মধ্যে নীলফামারী সদরে ৭৪০, সৈয়দপুরে ২৩৬,ডোমারে ৪১৩,জলঢাকায় ৪৬২,ডিমলায় ৪১১ ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৫০ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ বলেন, জেলার ছয় উপজেলায় কৃষক পরিবারের তালিকা রয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন। এবার ৮৩ হাজার ৬৪৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ফলন ভাল হয়েছে। এই ধানে  ৩ লাখ ৬৮ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে।
ধান সংগ্রহের অভিযানের পাশাপাশি জেলা প্রশাসক সদর উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযানেরও উদ্ধোধন করেন। এ সময় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, জেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম,  জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. আবুল কাশেম আয়াদ, মেসার্স সামসুল অটো রাইস মিলের চেয়ারম্যান সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক  হাফিজুর রশিদ মঞ্জু উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র মতে, জেলার ছয় উপজেলায় এবার সরকারী ভাবে ১৭ হাজার ৯৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৬১৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।চাল সংগ্রহের জন্য ৫৯৬ জন মিলার ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে খাদ্য বিভাগের সাথে। এরমধ্যে ১৮টি অটো রাইস মিল এবং ৫৭৮টি হাসকিং মিল মালিক রয়েছেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6348077182612548666

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item