নীলফামারীতে ৫ দিন ব্যাপী নৃত্য কর্মশালা শুরু
https://www.obolokon24.com/2019/05/nilphamari_20.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ অন্যতম নৃত্যের স্কুল নৃত্যালয়ের আয়োজনে নীলফামারীতে ৫ দিন ব্যাপী শুরু হয়েছে নৃত্য কর্মশালা।রবিবার (১৯ মে) বিকাল ৪টায় স্থানীয় শিশু একাডেমি ভবনে নৃত্য কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী।
নাচ শুধু বিনোদন নয়,নাচ হলো প্রতিবাদের ভাষা,বেঁচে থাকার জন্য নাচতে হবে এই শ্লোগানে লোক নৃত্য সুজনশীল ও সমসাময়িক নৃত্যের বিষয়ে কর্মশালায় প্রশিক্ষক হিসাবে রয়েছে ঢাকা নন্দন কলা কেন্দ্রের প্রশিক্ষক এম,আর ওয়াসেক।
উদ্ধোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারার অফিসার আরিফুজ্জামান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা শিল্পকল একাডেমির নৃত্য প্রশিক্ষক রাজু আহমেদ ও নবনীতা চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় বিভিন্ন স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। #
নাচ শুধু বিনোদন নয়,নাচ হলো প্রতিবাদের ভাষা,বেঁচে থাকার জন্য নাচতে হবে এই শ্লোগানে লোক নৃত্য সুজনশীল ও সমসাময়িক নৃত্যের বিষয়ে কর্মশালায় প্রশিক্ষক হিসাবে রয়েছে ঢাকা নন্দন কলা কেন্দ্রের প্রশিক্ষক এম,আর ওয়াসেক।
উদ্ধোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারার অফিসার আরিফুজ্জামান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা শিল্পকল একাডেমির নৃত্য প্রশিক্ষক রাজু আহমেদ ও নবনীতা চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় বিভিন্ন স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। #