সৈয়দপুরে নৈশকোচ ও অটোরিক্সার সংঘর্ষ অটো চালকসহ নিহত - ৩

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ(শুক্রবার) ভোর সাড়ে ৫ টার দিকে সৈয়দপুর- নীলফামারী সড়কের ওয়াপদা গেটের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন  সৈয়দপুরের ঢেলাপীর উত্তরা আবাসনের আব্দুল রউফের ছেলে অটোরিক্সা চালক মো. মিন্টু (২১), একই এলাকার মৃত. আব্দুর রহিমের ছেলে আব্দুর রশিদ (৪০) এবং মৃত. আফছারুলের ছেলে মো. আফতাব (৫০)। জানা গেছে, তয়েজ এন্টারপ্রাইজ নামের একটি নৈশকোচ ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে আসছিল। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে নৈশ কোচটি সৈয়দপুর - নীলফামারী সড়কের ওয়াপদা গেটের কাছে  পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে নৈশ কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সাটি  দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিক্সা চালক মো. মিন্টু  ঘটনাস্থলে  নিহত হন। এ সময় অটোরিক্সার অপর দুই যাত্রী আব্দুর রশিদ ও আফতাব গুরুত্বর আহত হয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়।
 সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. আরমান আলী সড়ক দূর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও  কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3300105253321418544

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item