সৈয়দপুরে দেড় টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, মালিক উধাও

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে দেড় টন (৫০ বস্তা) মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) শহরের কুন্দল এলাকায় নর্দাণ কোল্ড স্টোরের সামনে  থেকে ওই খেজুর জব্দ করা হয়। জব্দ খেজুরের বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
 জানা যায়, ৩০ কেজি ওজনের ৫০ বস্তা মেয়াদোর্ত্তীণ খেজুর নিয়ে একটি পিকআপ ভ্যান   শহরের কুন্দল এলাকায় নর্দাণ কোল্ড স্টোরের সামনে অবস্থান করছিল। এ সময় প্রথমে ওই পিকআপটিকে আটক করেন এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম গোলাম কিবরিয়া ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার   পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় সেখানে খেজুরের মালিকের সন্ধান করা হয়। কিন্তু খেজুর মালিকের কোন হদিস মিলেনি।
একটি সূত্র জানায়, খেজুরগুলো আটকের পর পরই মালিক সটকে পড়েন। এ অবস্থায়  ৫০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর  জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জব্দকৃত খেজুরগুলো ধ্বংস করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া খেজুর জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ খেজুর  ধ্বংস করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 822512710288799816

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item