দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো সৈয়দপুর এন্টারপ্রাইজেস

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে হস্তশিল্পের পণ্য উৎপাদনকারী রপ্তানিকারক প্রতিষ্ঠান সৈয়দপুর এন্টারপ্রাইজেস দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। আজ(বুধবার) সকালে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলিম।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবীর ও সাংবাদিক আমিনুল হক।
 সৈয়দপুর এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো গিয়াস উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গোলাহাট রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রকৌশলী মো. রাশেদুজ্জামান রাশেদসহ আমন্ত্রিত অতিথি,সুধীজন,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দপুরের ১২টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার এক হাজার ২০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে পোশাক, স্কুল ব্যাগ, খাতা ও কলম।
প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলিম শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ তুলে দেন।
প্রসঙ্গত, সৈয়দপুর এন্টারপ্রাইজেস প্রতিবছরই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসুচি পালন করে আসছে।      

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7286141059743988056

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item