সৈয়দপুরে ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীর সৈয়দপুরে ১৫ মিনিটের প্রবল শিলাবৃষ্টিতে আম, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ৩ টার দিকে শুরু হওয়া শিলাবৃষ্টির ফলে আম গাছের গুটি আম সম্পূর্ণরুপে ঝড়ে পড়েছে। এতে গাছগুলো এখন একেবারে আমশুন্য দেখাচ্ছে। সে সাথে শাক-সবজিসহ ফসলের ক্ষেতগুলোতে মারাত্মক ক্ষতি হয়েছে। ধান, গম ও ঢেড়সের জমিতে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে বলে মনে হচ্ছে। প্রতিটি ক্ষেত এখন বিরানভূমিতে পরিণত হয়েছে।
সৈয়দপুর কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, উপজেলার প্রায় প্রতিটি এলাকায় এই শিলাবৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান এ মূহুর্তে নিরুপন করা সম্ভব না হলেও তা তুলনামুলকভাবে অনেক বেশি।
এদিকে বড় বড় আকারের শিলাখন্ড পড়ায় অনেকস্থানে কাঁচা ঘরবাড়ি, টিনের চাল, মৃৎশিল্পীদের তৈরীকৃত বিভিন্ন মাটির জিনিসপত্র নষ্ট হয়েছে। ইটভাটাগুলোতে তৈরী করে রাখা ইট বৃষ্টিতে ভিজে আর শিলার আঘাতে চুর্ণ-বিচুর্ণ হয়ে পড়েছে। যা পূণতৈরী করা ছাড়া পোড়ানোর অযোগ্য হয়ে পড়েছে।  #

পুরোনো সংবাদ

নীলফামারী 9179460292798366551

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item