শিলাবৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীদের জলকেলী ॥ শিক্ষকেরা খোশগল্পে মশগুল

বিশেষ প্রতিনিধি॥ শিলাবৃষ্টি আর প্রবল বাতাসের মধ্যেই ভিজতে ভিজতে স্কুল মাঠে শিলা কুড়ানোয় ব্যস্ত ছোট ছোট ছেলে মেয়েরা। এর মধ্যে প্রচন্ড শব্দে মেঘের বজ্রপাতে গুড়–ম গুড়–ম শব্দ। যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক ধরণের দূর্ঘটনা। শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বের হয়ে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
আজ মঙ্গলবার(২ এপ্রিল) বেলা তিনটার দিকে বৃষ্টিতে আটকে পড়া লোকজন রাস্তার পাশের বিভিন্ন দোকান ও স্থাপনায় আশ্রয় নিয়ে দূর থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায় এ দৃশ্য দেখতে পেয়ে ছবিও তুলে ফেলেন। এ জন্য অনেকে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
এ ব্যাপারে  সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার রুহুল আমিন জানান, বিষয়টি খুবই দু:খজনক এবং শিক্ষার্থীদের জন্য আশংকার। তাই এ ব্যাপারটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2485386543562899002

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item