পাগলাপীরে তরমুজের বেচা বিক্রি জমছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাট বাজারে জমছে তরমুজের বেচা বিক্রি। তরমুজ তরল পানি জাতীয় সুস্বাদু ফল হওয়ায় গ্রীস্মের তাপ দাহের তৃষ্ণা মেটাতে অঞ্চলের ধনী গরীব সহ সকল শ্রেণির ক্রেতা সাধারন স্বাচ্ছন্দে ক্রয় করছেন তরমুজ। ফলে পাগলাপীর বন্দরের ফলফুলের বাজার সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে তরমুজের দোকানগুলোতে সকাল থেকে দিনভর ভির জমে উঠেছে উৎসব মুখর ক্রেতা সাধারনগন। তবে দাম একটু বেশি হওয়ায় শ্রেণিমুল ক্রেতারা পড়েছেন বিপাকে। স্বরজমিনে গতকাল শুক্রবার পাগলাপীর বন্দরের ফলমুল বাজারের মকছুদার রহমান, আলা মিয়া, রাজ্জাক, খলিল সহ ফলমুল ব্যবসায়ীরা জানান এইসব তরমুজ বরিশাল, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত হতে আমদানি হয়েছে। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে তরমুজের পুরোপুরি মৌসুম শুরু হলে দাম একটু কমবে বলে তারা আশা করেছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 7015937660702119519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item