চিলাহাটিতে হারিয়ে যাওয়ার একদিন পর ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে হারিয়ে যাওয়ার একদিন পর গোলেজান বেগম (৪৮) নামে ৩ সন্তানের জননী এক গৃহবধুর লাশ উদ্ধার হয়েছে ।আজ শুক্রবার(৫ এপ্রিল) বিকেলে ভোগডাবুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পানিপেট্টী তেলিপাড়া গ্রামের একটি পুকুর হতে লাশটি উদ্ধার করেছে পুলিশ।মৃত গোলেজান ওই এলাকার মৃতঃ বাচ্চাউর স্ত্রী।এলাকাবাসী সূত্রে জানা যায়,দিনমজুর গোলেজান গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলের দিকে বাড়ীর পার্শ্ববতী এলাকায় শাক তুলতে গিয়ে হারিয়ে যায়। পরিবারের লোকজন চারিদিকে খোজাখুজির পর আজ দুপুর ১২টার দিকে বাড়ীর পার্শ্ববতী মুকুলের পুকুরের কোনায় পানিতে লাশ ভাসতে দেখলে এলাকাবাসীর মধ্যে চিৎকার শুরু হয়। খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ডোমার সিনিয়ার সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল,ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ পোস্টমর্টামের জন্য মর্গে প্রেরন করে। মৃত দেহ তোলার পর তার কোমরে কাপড়ে মোরানো শাক ছিল। এলাকাবাসী জানায় ৫ বছর পূর্বে গোলেজানের স্বামী  বাচ্চাউর মৃত্যূর পর মৃত স্বামীর বাড়ীতে থেকে এলাকার বিভিন্ন লোকের বাড়ীতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত। গত দেড় বছর পূর্বে এলাকার লোকজন ঐ গ্রামেরই পূর্বেই বিবাহিত সিদ্দিক নামে এক ব্যক্তির সঙ্গে গোলেজান বেগমের বিয়ে দেয়। বিয়ের পরেও গোলেজান মৃত স্বামীর ভিটেতেই থাকতো।মাঝে মধ্যে ২য় স্বামী সিদ্দিকের পূর্বের বিবাহিত পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নূরুল ইসলাম জানান,এ ঘটনায় মৃত গোলেজানের বর্তমান স্বামী সিদ্দিকের বেহাই শাজাহানের স্ত্রী আলফা বেগম (৪০)-কে আটক করা হয় । এই সংবাদ প্রকাশ পর্যন্ত মামলা হয়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1242068969325712501

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item