পঞ্চগড়ে ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ তোফাজ্জল হোসেন (তোতা), পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় বাঁচাও ড্রিল ড্রেজার বোমা মেশিন হাটাও এই স্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার বিকেলে পরিবেশ আন্দোলনের আহবানে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিশাল মানববন্ধন করা হয়েছে। পঞ্চগড়ে এই ড্রেজার মেশিনের কারণে প্রবল চাপ সৃষ্টি করে পাথর তুলতে গিয়ে পঞ্চগড় ভূ-খন্ডের অভ্যন্তরে শূন্যতা সৃষ্টি করে চলছে যার ফলে ভূমিধ্বসে মানুষের বসতভিটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে,এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফসলি জমি ধ্বংস এবং জীব বৈচিত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং পঞ্চগড়কে ঝঁকিপূর্ণতায় পরিণত করেছে । পঞ্চগড় পরিবেশ আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট মো. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে ড্রেজার মেশিন বন্ধের দাবিতে বক্তব্য রাখেন পঞ্চগড় উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পঞ্চগড় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব, পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  মো. শাহজালাল, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান হাসনুর রশিদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিপেন চন্দ্র রায়, কাজি মখছেদুর রহমান তেতুলিয়া। বক্তব্যে উঠে এসেছে ড্রিল ড্রেজার বোমা মেশিন বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বক্তারা আরও বলেন, এই ড্রিল ড্রেজার বোমা মেশিনের পেছনে যাদের হাত রয়েছে তাড়া আমাদের চোখের সামনে স্পষ্ট এরাই ড্রিল ড্রেজারের অনুমতি দাতা রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4014994705528744685

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item