টেম্পুর ধাক্কায় কলেজ ছাত্রীর বাম পা ভাঙ্গলো

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি॥ সড়ক দুর্ঘটনায় টেম্পুর ধাক্কায় বাম পা ভেঙ্গে গেছে রেখা রায়(১৭) নামের এক কলেজ ছাত্রীর।  বৃহস্পতিবার(৪ এপ্রিল) সকাল সারে ১০টায় ঘটনাটি ঘটেছে নীলফামারী-ভবানীগঞ্জ সড়কের গোড়গ্রাম স্কুল ও কলেজের সামনে। গুরুত্ব আহত ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেখা রায় ওই কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের মেয়ে।
গোড়গ্রাম স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম গোলাপ জানান ছাত্রীটি কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির টেম্পুটি তাকে ধাক্কা দিলে ছাত্রীটি সড়কে ছিটকে পড়ে। এ সময় টেম্পুর চাকা তার বাম পায়ের উপর দিয়ে গেলে তার পা ভেঙ্গে যায় ও রক্তক্ষরন হলে ছাতওীটি জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা ধাওয়া করে টেম্পুটিকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় ওই সড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 7209755340127460524

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item