বিন্নাবতীর দিঘিতে নিখোঁজ সুমনের সন্ধান মেলেনি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলা সদরে বিন্নাবতীর (নীলসাগর) বিরাট দিঘিতে সনাতন হিন্দু ধর্মের পূণ্য¯স্নানোৎসবে  (বারুনী স্নান ) নেমে নিখোঁজ সুমন চন্দ্র রায়ের(১৫) সন্ধ্যান আজ বৃহস্পতিবারেও(৪ এপ্রিল) মেলেনি।  আজও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারা দিন দিঘি তল্লাশী করেও সুমনকে উদ্ধার করতে পারেনি। সুমন জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মুসরত গোড়গ্রামের কৃষক সুকুমার চন্দ্র রায়ের ছেলে। নিখোঁজ সুমন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় ছিল। গতকাল বুধবার সকাল ৭টার দিকে সুমন তার তিন বন্ধু সহ বিন্নাবতীর দিঘিতে বারুনী¯স্নানে নেমেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবছর এসময় জেলা সদরের গোড়গাম ইউনিয়নের অবস্থিত বিন্যাবতীর বিরাট দিঘিতে (নীলসাগর) সনাতন হিন্দু ধর্মের তিনদিনব্যাপী পূণ্য¯স্নানোৎসব ঘিরে সেখানে ৭ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উৎসবের প্রথম দিন গতকাল বুধবার ভোর থেকে দিঘি স্থানে হাজার হাজার সনাতন ধর্মের পরিবারের সদস্যরা সমবেত হতে থাকে। এদের মধ্যে তিন বন্ধুকে নিয়ে দিঘিতে বারুনী¯স্নান করতে নামে সুমন চন্দ্র রায়।
তারা বিন্যাবতী দিঘির পশ্চিম পার্শ্বের ঘাটের ডাঙ্গায় পড়নের জামা-কাপড় রেখে পানিতে নেতে সাঁতার কেটে পূর্ব প্রান্তের ঘাটের দিকে যাওয়ার পথে দিঘির গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় সুমন। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর হতে ডুবুরী দলের একটি ইউনিট বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সুমনকে উদ্ধার অভিযান শুরু। ওই দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সুমনকে পাওয়া যায়নি।
নীলফামারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ এনামুল হক জানান ,আজ বৃহস্পতিবার সকাল হতে দুইজন ডুবুরি পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত সুমনকে উদ্ধার করা সম্ভব হয়নি।#

পুরোনো সংবাদ

নীলফামারী 3437181723842812331

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item