কুড়িগ্রামের উলিপুর মুক্তিযোদ্ধা সংসদে সাঈদীর ভাষণ !
https://www.obolokon24.com/2019/04/kurigram21.html
মুক্তিযোদ্ধা রবিউস সামাদ জানান, খবর পেয়ে তিনি তাদের কার্যালয়ে এসে ভাষণ বাজানোর সত্যতা পান।এরপর পুলিশে খবর দেন।
উলিপুর থানার অফিসার ইনচার্য মোয়াজ্জেম হোসেন জানান, অভিযোগ পেয়ে তারা মাইকটি জব্দ ও অপারেটরকে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উপজেলা প্রেসক্লাব নামের সংগঠণটি তাদের দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের চত্বর ব্যবহার করে।
আজ সকালে তাদের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম ৩ আসন উলিপুরের সংসদ সদস্য এমএ মতিন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, ওসি মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফয়জার হোসেন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহসহ প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মিজানুর রহমান লিটন বলেন, তারা জানেন না, কিভাবে এই ভাষণ বাজানো হয়েছে।তারা অফিস ব্যবহারের অনুমতি নিয়েছেন সাবেক কমান্ডার ফয়জার রহামানের কাছ থেকে।
মুক্তিযোদ্ধা সংসদ উলিপুর কমান্ডের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, ওই সংগঠণটি অফিস ব্যবহারের অনুমতি নেয়নি। আর তার নাম ঘোষনা হলেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি জানান।