ভারতের ইস্টবেঙ্গল ক্লাব আসছে নীলফামারীতে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥ কলকাতার অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নাম বললেই ইস্ট বেঙ্গল এফসি’র নাম সবার আগে আসে। তাদেরকে আবার মশাল ব্রিগেড বাহানীও বলা হয়। ১৯২০ সালে প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন ভারতের বিখ্যাত কয়েস ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঘরোয়া পেশাদার লিগের (আইলিগ) বর্তমান রানাআপ। আর এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল এফসিকে বাংলাদেশের মাঠে খেলার আমন্ত্রণ জানিয়েছে প্রিমিয়ার লিগের নবাগত ও বর্তমান লিগ টেবিলের শীর্ষ দল ও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় দুই দলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী ২৬ এপ্রিল শুক্রবার নীলফামারীর শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে। এ খবর ছড়িয়ে পড়ায় ফুটবল প্রেমিদের মাঝে উৎসব দেখা দিলেও আজ শনিবার (২০ এপ্রিল) নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন জানান বিষয়টি এখনও সম্পূর্ণ প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তবে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ইস্ট বেঙ্গল আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে। তারা আসতে চায়, তবে আমরা চাই একটি ম্যাচ খেলতে; কিন্তু তারা আরো বেশি ম্যাচ খেলতে চাইছে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে হয়তো চূড়ান্ত হবে আশা করি। যদি হয় আমাদের খেলা অবশ্যই নীলফামারীতে হবে।
সভাপতি আরো বলেছেন, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ইস্ট বেঙ্গল ক্লাব ও ২৭ এপ্রিল তারা বাংলাদেশ ত্যাগ করবে। তবে বিষয়টি স¤পূর্ণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব থেকে এখনো কিছু জানানো হয়নি। এ ছাড়াও আগামী ৫ মে থেকে ১৫ মে এর মাঝামাঝি সময়ে বসুন্ধরা কিংস কলকাতা গিয়ে ইস্ট বেঙ্গলের সাথে একটি প্রীতিম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে। এতে দুইটি ক্লাবের মধ্যে ভালো স¤পর্ক সৃষ্টির পাশাপাশি দুই দেশের মধ্যে ভালো প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদী।

নীলফামারীর এই মাঠটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। এই মাঠে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বসুন্ধরা কিংসের আমন্ত্রনে একদিনের প্রীতি ম্যাচ খেলেছিল মালদ্বীপ চ্যা¤িপয়ন নিউ রেডিয়েন্ট ক্লাব। ওই খেলায় বসুন্ধরা কিংস ৪-১ গোলে জয়লাভ করেছিল। এরও আগে এই মাঠে ২০১৮ সালের ২৯ আগষ্ট প্রীতিম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম শ্রীলংকা জাতীয় ফুটবল দল। ওই খেলায় বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।

উল্লেখ যে, গত বছরের ২০ অক্টোবর শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। চট্টগ্রাম আবাহনী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের তিনটিসহ বিদেশের মোট আটটি ক্লাব। ৩০ অক্টোবর ফাইনাল খেলায় ভারতের কোলকাতার ইস্ট বেঙ্গল ৩-১ গোলে হেরেছিল চট্রগ্রাম আবাহনীর কাছে।
এদিকে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার এখনো শীর্ষে বসুন্ধরা কিংস। একই মত ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে তাদের পেছনে বর্তমান চ্যা¤িপয়ন আবাহনী। কিংসরা শীর্ষস্থান ধরে রেখে লিগের প্রথম ভাগ গত ১৮ এপ্রিল শেষ করেছে এবং ফিরতি লিগের দ্বিতীয় ভাগে আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরতে। পুরনো কোনো বিদেশিকে বাদ দিয়ে নতুন কাউকে আনার পরিকল্পনা করছে তারা। বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান একজন স্ট্রাইকার যোগ করার পক্ষে ভাবছেন। দলের নাম্বার নাইন পজিশনে মার্কোস ভিনিসিয়াস খেললেও এ ব্রাজিলিয়ান গোল মিস করছে অহরহ। দেশিরাও গোল পাচ্ছে বলে এর মাসুল দিতে হচ্ছে না। ১১ ম্যাচে করা কিংসের ২৩ গোলের মধ্যে দেশিদের অবদান ৯ গোল। মতিন মিয়া একাই করেছেন ৫ গোল। মূল স্ট্রাইকার ভিনিসিয়াসও করেছেন ৭ গোল। কিন্তু এই ব্রাজিলিয়ানের কাছে প্রত্যাশা ছিল আরো বেশি। সেটা হচ্ছে না বলেই কিংস ঝুঁকেছে নতুন এক বিদেশি স্ট্রাইকারের দিকে। এ জন্য ক্যারিবিয়ান অঞ্চলের এক স্ট্রাইকারের সঙ্গে চলছে তাদের আলোচনা।
বিপিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী ৪ মে শনিবার অনুষ্ঠিত হবে। নীলফামারীর মাঠে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে প্রথম পর্বের ৭টি খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে হোম ভেন্যুতে আরো ৫টি খেলা অনুষ্ঠিত হবে। এই মাঠে খেলতে আসবেন শেখ জামাল, মুক্তিযোদ্ধা সংসদ, হোমামেডান, ব্রাদার্স ইউনিয়ন ও বি.জে.এম.সি।

সুত্র মতে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা শেষ হয়েছে আজ শনিবার (২০ এপ্রিল)। বসুন্ধরা কিংসের প্রথম লিগের খেলা শেষ করে গত ১৮ এপ্রিল। তাদের দ্বিতীয় লেগ শুরু হবে ৪ মে হতে। এর ফাঁকেই বসুন্ধরা একটি আন্তর্জাতিক ম্যাচের স্বাদ নিতে চায়। যেমন মৌসুম শুরুর আগে মালদ্বীপের নিউ রেডিয়ান্ট ক্লাবকে এনে ম্যাচ খেলেছিল নীলফামারী স্টেডিয়ামে। কিন্তু কোয়েস ইস্ট বেঙ্গল একটি ম্যাচের জন্য আসতে চায় না। তারা বাংলাদেশে এসে কিংসের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলতে চায়।
বাংলাদেশে তিনটি ম্যাচ ও পরে ভারতে তিনটি ফিরতি ম্যাচ। ইস্ট বেঙ্গলরা বসুন্ধরা কিংসের সঙ্গে  সিরিজ বানিয়ে ফেলতে চায়। কিন্তু বর্তমানে কিংসের হাতে অত সময় নেই। প্রথম লেগ শেষে অল্প সময়ের মধ্যে বড়জোর দুটি ম্যাচ খেলা যায়। এই কথাও জানালেন কিংস সভাপতি। ইস্টবেঙ্গল সম্মত
হলে ২৬ তারিখ একটি ম্যাচ হবে নীলফামারীতে, পরে অন্যটি হবে ঢাকায়। এর চেয়ে বেশি ম্যাচ খেলতে গেলে স্বাধীনতা কাপ চ্যা¤িপয়নদের লিগ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে বলে উল্লেখ করেন কিংস সভাপতি। #

পুরোনো সংবাদ

নীলফামারী 5466389508619748885

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item