পাগলাপীরে জনতা ব্যাংকের বকেয়া আদায়ে শুভ হালখাতা
https://www.obolokon24.com/2019/04/janata-bank_24.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরের জনতা ব্যাংক লিমিটেড পাগলাপীর বাজার শাখার উদ্যোগে বকেয়া আদায়ে চলছে শুভ হালখাতা। গতকাল বুধবার সকাল ১০ টায় পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদার রহমান হালখাতার ক্যাম্পেইন শুভ উদ্ধোধন করেন। এ সময় পল্লী ঋণ কর্মকর্তা মোঃ সুজন মিয়া সহ উর্ধ্বতম কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক পাগলাপীর শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদার রহমান সাংবাদিককে জানান শুভ হালখাতার উদ্ধোধনী দিনে ৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা বকেয়া আদায় করা হয়েছে। তিনি আরও জানান বকেয়া আদায়ের লক্ষ্যে গ্রাহকদের সুবিধার্থে একেক দিন একেক এলাকায় বকেয়া আদায়ের অস্থায়ী ক্যাম্পেইনে হালখাতা হবে।