জলঢাকায় জোড়ালাগা জমজ শিশু দুইটির নাম "লামিসা-লাবিবা" রাখলেন ইউএনও ।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জলঢাকার একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেওয়া সেই শিশু দুইটির নাম দিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সুজাউদৌল্লা। শনিবার দুপুরে শিশু দুইটির বাড়ী উপজেলা শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় যদুনাথ পাড়া এলাকায় সরেজমিন বাবা লালমিয়ার বাড়ীতে  গিয়ে তিনি নাম রাখেন। একজনের নাম লামিসা অপরজন লাবিবা। এসময় ইউএনও সুজাউদৌল্লা তাদের চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের পরামর্শ দিয়ে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। জানা যায়, গত ৫ এপ্রিল জলঢাকা পৌরশহরের একটি ক্লিনিকে জন্ম নেয় জোড়া জমজ শিশু দুটি। ডে নাইট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেলিম শাহ জানান, জন্মনেয়া টুইন শিশু দুইটির অপারেশন এখন করা সম্ভব। তাই ঢাকার বড়বড় সার্জেন্ট দিয়ে অপারেশন করলে বাচ্চা দুটিকে আলাদা করা  সম্ভব। দ্রুত ঢাকা পাঠানোর কথা বলেন তিনি। কথা হয় শিশু দুটির বাবা লালমিয়ার সাথে সে জানায় জন্মের পরদিন সবার কথামত জোড়ালাগা শিশু দুটিকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে ছিলাম। লাল মিয়া আরো জানায় ডাক্তার বলেছেন ঢাকা ছাড়া এমন জটিল অপারেশন সম্ভব নয়। তাই আবার জলঢাকায় নিয়ে এসেছি। লাল মিয়ার স্ত্রী হনুফা আকতার বলেন, গত বছর ৮ জুলাই আমাদের বিয়ে হয়। অভাব অনটনের মধ্যে আমাদের সংসার জীবন। এখন সন্তান দুটোকে কেমন করে বাঁচাবো?। শিশু দুটির বাবা লাল মিয়া সাংবাদিকদের আরো জানায়, আমরা গরিব মানুষ শুনেছি ঢাকায় নিয়ে অপারেশন করা গেলে আমার নিষ্পাপ বাচ্চা দুটিকে বাচাঁনো যাবে। কিন্তু এত টাকা কোথায় পাই ? তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4469880297261563630

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item