জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে থানা মোড় প্রেসক্লাব সংলগ্ন মার্কেটে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে দোকান মালিকরা জানিয়েছেন। ঘটনা স্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আস্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর। প্রেসক্লাব জলঢাকার সাধারন সম্পাদক মাহবুবর রহমান মনি, রিপোর্টাস ইউনিটির সভাপতি মৃত্তঞ্জয় রায় প্রমুখ।  প্রতক্ষ্যদর্শীরা জানান, লক্ষি রায়ের পান দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও  প্রস্তুতি গ্রহণের আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জলঢাকা ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলে অফিস লিডার আব্দুল কাদের তা অশ্বিকার করে ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধারের দাবি করেন। ক্ষতিগ্রস্তরা হলেন, নুর আলম,সাংবাদিক  আবেদ আলী, সিমন বাবু, ওবায়দুর আনোয়ার, মাহুবার রহমান, আমিনুর রহমান, আব্দুস ছাত্তার, লক্ষি কান্ত রায়, দীনবন্ধু রায় হৃদয় কুমার ও শাহিন প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সুত্রপাত জানা যায়নি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8394535959754920469

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item