ডোমারে ২জুয়ারী আটক, ভ্রাম্যমান আদালতে ১৫দিনের জেল
https://www.obolokon24.com/2019/04/domar_90.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ২জুয়ারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ, ভ্রাম্যমান আদালকে ১৫দিনে জেল।
গতকাল মঙ্গলবার (২৩এপ্রিল বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথি এলাকায় একটি বাঁশঝাড়ে জুয়া খেলা অবস্থায় দক্ষিণ গোমনাতী ৫নং ওয়ার্ডের মুছা মিয়ার ছেলে সেলিম রেজা (৫০) ও মৌজা বামুনিয়া মিস্ত্রি পাড়া গ্রামের মফিজুল ইসলামে ছেলে আলম হোসেন (৩০) নামে ২যুবককে গ্রেফতার করে। এসময় বাকী খেলোয়াড় সঙ্গীরা সব পালিয়ে যায়। থানা সুত্রে জানা যায়, ডোমার থানার এসআই মোকছেদুল হকের নেতৃত্বে এএসআই ইবনে দাইদ এলাকায় মাদক ও জুয়া অভিযান চলাকাকালীয় সময়ে তাদের আটক করে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার থানার অফিসার ইনজার্চ মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোমারে মাদক ও জুয়ার অভিযান অব্যহত রয়েছে, বিশেষ করে মাদকের বিষয়ে আমারা কঠোর অবস্থানে রয়েছি। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
নীলফামারীর ডোমারে ২জুয়ারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ, ভ্রাম্যমান আদালকে ১৫দিনে জেল।
গতকাল মঙ্গলবার (২৩এপ্রিল বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথি এলাকায় একটি বাঁশঝাড়ে জুয়া খেলা অবস্থায় দক্ষিণ গোমনাতী ৫নং ওয়ার্ডের মুছা মিয়ার ছেলে সেলিম রেজা (৫০) ও মৌজা বামুনিয়া মিস্ত্রি পাড়া গ্রামের মফিজুল ইসলামে ছেলে আলম হোসেন (৩০) নামে ২যুবককে গ্রেফতার করে। এসময় বাকী খেলোয়াড় সঙ্গীরা সব পালিয়ে যায়। থানা সুত্রে জানা যায়, ডোমার থানার এসআই মোকছেদুল হকের নেতৃত্বে এএসআই ইবনে দাইদ এলাকায় মাদক ও জুয়া অভিযান চলাকাকালীয় সময়ে তাদের আটক করে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার থানার অফিসার ইনজার্চ মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোমারে মাদক ও জুয়ার অভিযান অব্যহত রয়েছে, বিশেষ করে মাদকের বিষয়ে আমারা কঠোর অবস্থানে রয়েছি। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।