বর্ণাঢ্য আয়োজনে ডোমারে পহেলা বৈশাখ পালিত।

নিজস্ব প্রতিনিধি>>
নীলফমারীর ডোমারে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি ডোমার ধীরাজ স্মৃতি পাঠাগার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে অংশগ্রহনকারীরা নানা বর্ণিল সাজে সজ্জিত হয়ে আবহমান বাংলার নানা উপসর্গ প্রদর্শন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সাইফুল ইসলাম, টেনিং কো-অডিনেটর (বিসিএস কৃষি) রংপুর অঞ্চল প্রমূখ। দিনব্যপী অনুষ্ঠান মালায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এতে যেমন খুশি তেমন সাজো পর্বে ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিকের জল্লাতের অভিনয় উপস্থিত সকলের দৃষ্টিকারে। এ সময় হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামের সৌজন্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 9162592344718016232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item