ডোমারে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ।
https://www.obolokon24.com/2019/04/domar_34.html
নীলফামারী ডোমারে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস ও জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে
গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ল্যাম্ব-প্ল্যান শো-প্রকল্প ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল মোতালেব, উপ-পরিচালক স্থানীয় সরকার, নীলফামারী।
বিশেষ অতিথি হিসাবে, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেফুজ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা আনোয়ারা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচি পালন করা হবে বলে ল্যাম্ব কর্তৃপক্ষ জানান।