ডোমারে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস ও জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে
গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ল্যাম্ব-প্ল্যান শো-প্রকল্প ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল মোতালেব, উপ-পরিচালক স্থানীয় সরকার, নীলফামারী।
বিশেষ অতিথি হিসাবে, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেফুজ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা আনোয়ারা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচি পালন করা হবে বলে ল্যাম্ব কর্তৃপক্ষ জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 5952968539346960388

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item