সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে হোটেল, বেকারিসহ ৩ প্রতিষ্ঠানের অর্থদন্ড

 
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, হোটেলে খাবার পরিবেশন ও খাদ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ(বৃহস্পতিবার) দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওইসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক (এডি)  মোছা. আফসানা পারভীন ও মমতাজ বেগম। এ সময় তারা ওইসব প্রতিষ্ঠান মালিকদের ভবিষ্যতের জন্য সতর্ক করেন।
সুত্র জানায়, শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে লাচ্ছা উৎপাদনের দায়ে রোজী ফুড প্রডাক্টস এর জামাল উদ্দিনকে ১০ হাজার টাকা, হাজারীহাট বাজারের অন্তরঙ্গ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে  খাবার পরিবেশনের দায়ে মালিক মিলনকে ৫ হাজার এবং চওড়া বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য  বিক্রির দায়ে তাসনীম বেকারীর দুলুকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা স্যানেটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, থানার উপ-পরিদর্শক(এসআই)  মো. মোমতাছের  হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 7420416365028311020

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item