ডোমার থানার এসআই আব্দুল লতিফ পেলেন বিশেষ সন্মাননা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি   

নীলফামারী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে  ডোমার থানার এসআই আব্দুল লতিফ পেলেন বিশেষ সন্মাননা স্মারক ও ক্রেস্ট। গত বৃহষ্পতিবার নীলফামারী জেলা পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যান সভায় এ পুরস্কার প্রদান করেন, জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার অশোক কুমার পালসহ পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আব্দুল লতিফ ছাড়াও শ্রেষ্ঠ সার্কেল হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ থানা হারুন অর রশিদ, সাব-ইন্সপেক্টর সদর থানার পলাশ কান্তি রায়, সাব-ইন্সপেক্টর (ডিবি) সদর মোকছেদুল ইসলাম, টিএসআই সৈয়দপুর থানার আব্দুল খালেক ও শ্রেষ্ঠ এএসআই সদর থানার সেলিম মিয়াকে পুরস্ককিত করা হয়। এসআই আব্দুল লতিফ ২০১৮ সালের জানুয়ারী মাসে ডোমার থানায় যোগদান করেন। সেই থেকে এলাকার মাদক, জুয়া, মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে বিশেষ ভুমিকা রাখেন তিনি। বিশেষ করে গত ২৮ মার্চ ৬টি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী মনোয়ার হোসেন চৌধুরীকে ঢাকা পল্লবী এলাকা থেকে গ্রেফতার করে নীলফামারী জেলায় দৃষ্টান্ত স্থাপন করেন। পুরস্কার প্রাপ্ত এসআই আব্দুল লতিফ জানান, জেলার পুলিশ সুপারের এ ধরনের উদ্যোগ আমাদের পুলিশ বিভাগের জন্য ভাল কাজ করার অনুপ্রেরনা যোগাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3998754176611115315

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item