পার্বতীপুরে সপ্তাহব্যাপী ৭ম প্রগতি নাট্যোৎসব

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: 

দিনাজপুরের পার্বতীপুরে সপ্তাহব্যাপী ৭ম প্রগতি নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। “উৎসবে আয়োজনে মিলুক সকল প্রাণ কাটুক আঁধার হোক জীবনের জয়গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের পতাকাবাহী নিবেদিত সংগঠন প্রগতি সংঘের ৭ম নাট্যোৎসব রোববার রাতে শেষ হয়েছে। প্রগতি নাট্যোমঞ্চে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের সভাপতি মোঃ আনোয়ারুল হক। বক্তব্য রাখেন প্রগতি ৭ম নাট্যোৎসব উদযাপন পরিষদের আহবায়ক মোঃ আমজাদ হোসেন। গত ২৪শে মার্চ সন্ধ্যা ৭.৩১ মিনিটে পার্বতীপুরে প্রগতি নাট্যোমঞ্চে প্রগতি নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেহানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের সভাপতি মোঃ আনোয়ারুল হক। প্রগতি নাট্যোৎসবের আয়োজন করে ইয়াং স্টার থিয়েটার ও প্রগতি নাট্যোসংঘ। এই নাট্যোৎসবে মোট ৭টি নাট্যোদল নাটক মঞ্চোস্থ করে। নাট্যোদলগুলোর মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গের কল্যানী নাট্যো চর্চা কেন্দ্রের নাটক ‘তোমার কোন সত্য নেই দয়াময়ি’, দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ঢাকা অবয়বের নাটক ‘ফেরিওয়ালা’, তৃতীয় দিন অনুষ্ঠিত হয় পার্বতীপুর প্রগতি সংঘের নাটক ‘বটতলার মোড়’, চতুর্থ দিন অনুষ্ঠিত হয় দর্শনা অনির্বাণ থিয়েটারের নাটক ‘জিষ্ণু যারা’, পঞ্চম দিন অনুষ্ঠিত হয় ঢাকা শব্দ নাট্যোচর্চা কেন্দ্রের নাটক ‘চম্পাবতি’, ষষ্ঠ দিন অনুষ্ঠিত হয় পার্বতীপুর ইয়াং স্টার থিয়েটারের নাটক ‘মহুয়ার পালা’ ও সপ্তম ও শেষ দিনে রোববার সন্ধ্যা ৭.৩১ মিনিটে অনুষ্ঠিত হয় পার্বতীপুর ইয়াং স্টার থিয়েটারের নাটক ‘জোছনা কুমারী’।
পার্বতীপুর ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন বলেন, প্রতিবারের ন্যায় এবারও পার্বতীপুর ইয়াং স্টার থিয়েটার ও প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি নাট্যোমঞ্চে সপ্তাহব্যাপী ৭ম প্রগতি নাট্যোৎসবে দেশের ও ভারতের ৭টি স্বনামধন্য নাট্যোদল তাদের নাটক মঞ্চোস্থের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে নির্মল আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6290025054758351536

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item